কুষ্টিয়া থানার ওসিকে বরণ করে নিলেন শিক্ষার্থীরা

 


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চোধুরীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে থানার ওসি  মাহফুজুল হক চোধুরী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত থানা ও তার বাসভবন পরিদর্শন করতে আসলে তাকে শুভেচ্ছা জানানো হয়।

গত সোমবার (৫ আগস্ট) দুষ্কৃতকারীরা কুষ্টিয়া মডেল থানা ও সার্কেল অফিস ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। ওসির বাসভবনেও ভাঙচুর করে তারা। গত ৭ আগস্ট দিনব্যাপী সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আগুনে পুড়ে যাওয়া থানা, সার্কেল অফিস ও ওসির বাসভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এরপর শিক্ষার্থীরা পুলিশকে থানায় এসে পুনরায় আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানায়। তাদের ডাকে সাড়া দিয়ে ওসি মাহফুজুল হক আজ শুক্রবার থানায় আসেন। 

এসময় উপস্থিত ছিলেন-  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. তৌকির আহমেদ, সমন্বয়ক সুজন মাহমুদ, মো. সাব্বির হোসেন, মো. তুহিন হোসেন, রাইসুল আহমেদ, সাঈদ আহম্মেদ শ্রেষ্ঠ, রাফিউল ইসলাম রোজ, আব্দুল কাদের মুন্না ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনাকাঙ্খিতভাবে কুষ্টিয়া মডেল থানা, সার্কেল অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মূলত এরপর থেকেই পুলিশ কর্মবিরতি ঘোষণা করে। বর্তমানে সব জায়গায় এই সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় পক্ষ হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু করেছে।’

তিনি আরো বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কেরা আমাদের পুনরায় থানা পরিচালনা করে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। এই মুহূর্তে আমাদের নিরাপত্তা নিশ্চিতসহ দাবি আদায়ের আন্দোলন চলছে। সিদ্ধান্ত ও নির্দেশনা পেলে আমরা আবারও থানায় ফিরে আসবো।’

কুষ্টিয়া থানার ওসিকে বরণ করে নিলেন শিক্ষার্থীরা কুষ্টিয়া থানার ওসিকে বরণ করে নিলেন শিক্ষার্থীরা Reviewed by Admin on Saturday, August 10, 2024 Rating: 5
Powered by Blogger.