কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রথম আলোকে ফোনে যা বললেন!
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। নিরাপত্তা নিশ্চিতে তারা পুলিশের কাছে অনুমতি চাইবে।
সোমবার বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে ফোন করে এই তথ্য জানান জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান। তিনি জেলা পরিষদের চেয়ারম্যানও। তবে তিনি কোথায় আছেন, সে ব্যাপারে কিছু জানাননি। ফোনে তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য জেলা আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। জেলা আওয়ামী লীগের কার্যালয় আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি ধ্বংস হয়ে যাওয়া কার্যালয়ে তালাও লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে কোনো কর্মসূচি পালনের অবস্থা নেই। তবে শোক দিবসে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে জেলা পরিষদের জায়গায় থাকা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেওয়া হবে।
সদর উদ্দীন খান আরও বলেন, শীর্ষ নেতারা না থাকলেও সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Reviewed by Admin
on
Tuesday, August 13, 2024
Rating:
